আইনজীবী হতে কোথায় ভর্তি হতে হয়?

আইন নিয়ে বাংলাদেশের সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন কলেজে পড়াশুনা করা যায়। বর্তমানে চারটি সরকারী বিশ্ববিদ্যালয় যথাক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং কুষ্টিয়া ইসলামিক বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ের উপর স্নাতক এবং স্নাতোকত্তর পর্যায়ে পড়াশুনার ব্যবস্থা রয়েছে।
এছাড়াও স্নাতক ডিগ্রীর পর এল এল, বি ২ বছরের কোর্স। এল এল, বি কোর্স জাতিয় বিশ্ববিদ্যালয়ের অধিনে তাদের অনুমোদিত কলেজ দ্বারা পরিচালিত হয়।এই ডিগ্রী স্নাতকদের আইন অনুশীলনে অধিকার প্রদান করে।
এল. এল. বি. সম্পন্ন করার পর ২ বছরের স্নাতকোত্তর (এল. এল.এম) বা ১ বছর সময়কাল ডিপ্লোমা কোর্সে করা যেতে পারে। এখানে পছন্দ করার জন্য বিশেষায়িত বিভিন্ন শাখা আছে।

Techvoice template ad banner
Related Posts
Previous Joy
« Prev Post
Next Joy
Next Post »